আরও - বিশ্ব

img

একই দিনে ঢাবি ও এমআইএসটির ভর্তি পরীক্ষা: বিপাকে ভর্তিচ্ছুরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু একই দিনে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা গ্রহণের দিন ধার্য রয়েছে। 

img

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থি ৬ ডিনের পদত্যাগ

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিন বলেন, ভিসি স্যার আমাদের ডেকেছিল, আমরা আগেও মৌখিকভাবে দায়িত্ব না দেওয়ার কথা বলেছিলাম। আজ লিখিতভাবে দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়ে এসেছি। তবে ভিসি স্যার এই সিদ্ধান্তের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

img

তারেক রহমানকে কটাক্ষ করে পোস্ট, প্রধান শিক্ষক শোকজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় সোনাগাজী আল-হেলাল একাডেমির প্রধান শিক্ষক ওমর ফারুককে শোকজ করা হয়েছে। এছাড়া শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন বলেও জানিয়েছেন আল-হেলাল সোসাইটির সেক্রেটারি ও পৌর জামায়াতের সেক্রেটারি মো. মহসিন ভূঞা।

img

রাবির আওয়ামীপন্থি ডিনদের পদত্যাগ দাবিতে প্রশাসন ভবনের সব কার্যালয়ে তালা

কার্যালয় তালাবদ্ধ করার ঘটনায় উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের সঙ্গে শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের ডিনদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তারা।

Page 1 of 12