Image description

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সকল সভ্য দেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু কারো চোখ রাঙানি আমরা মেনে নেব না। কাউকে প্রভু মানব না। সবাইকে বন্ধু মানতে, বুকে জড়িয়ে আলিঙ্গন করতে রাজি আছি, তবে শর্ত একটাই-এখানে অবশ্যই পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাম্য থাকতে হবে। আর এ জাতি কারো কাছে মাথা নত করবে না।

তিনি বলেন, আমরা সম্প্রতি এখান থেকে ওখান থেকে কিছু উৎপাত দেখতে পাচ্ছি। বাংলাদেশের মানুষ যখন মুক্তির সন্ধানে তাদের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তখন আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে অনেকে প্রকাশ্যে হস্তক্ষেপ করছেন। আমরা তাদের প্রতি বিনয়ের সঙ্গে শক্ত কণ্ঠে অনুরোধ জানাবো, মেহেরবানি করে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে আর নাক গলাতে আসবেন না। এতদিন নাক গলে যে তরল পদার্থ বের হয়েছে, মেহেরবানি করে টিস্যু দিয়ে তা সামলে নেন। আর নাক গলানো আমরা দেখতে চাই না। বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াবে ইনশাআল্লাহ।

রোববার রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে ঢাকা-৬ আসনে জামায়াতের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, এই বাংলাদেশ একটা সামগ্রিকতার বাংলাদেশ। যেখানে ন্যায়-ইনসাফ থাকবে, যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না। যেখানকার মানুষ ইজ্জতের সাথে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াবে। আর বলবে না, অমুক দেশ আমার বড় দাদা, অমুকটা আমার পিসির দেশ, অমুকটা আমার মাসির দেশ। বরঞ্চ জোর করে বলবে-এটা আমার বাংলাদেশ।

এর আগে গত শুক্রবার ভারতের শিলিগুড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাংলাদেশে নিযুক্ত দেশটির সাবেক কূটনীতিক হর্ষবর্ধন শ্রিংলা জামায়াতের ভোটে জেতা নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশের সংসদ নির্বাচনে ভোট ‘অবাধ ও সুষ্ঠু’ হলে জামায়াতে ইসলামীর জয়ী হওয়ার সম্ভাবনা নেই। কেবল ভোটে কারচুপি হলেই এই ধর্মভিত্তিক দলটির ক্ষমতায় আসা সম্ভব”।