Image description

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আগামী মার্চ পর্যন্ত ইইউ’র প্রায় শতাধিক পর্যবেক্ষক দায়িত্ব পালন করবে। দেশের ৬৪ জেলায় তারা দায়িত্ব পালন করবে, তাদের পর্যবেক্ষণের প্রথম রিপোর্ট আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে। এটা তাদের টেকনিক্যাল প্রসেস এবং তারা তাদের স্বাধীন ও নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরবেন।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে তিনি প্রেসক্লাব ভবনে সিলেট প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময়কালে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের প্রেস অফিসার এভারহার্ড লিউই একথা বলেন।

মতবিনিময়কালে এভারহার্ড লিউই প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে সিলেটের গণমাধ্যমের বিদ্যমান পরিবেশ, গণমাধ্যমের স্বাধীনতাসহ সামগ্রিক নির্বাচনি পরিবেশ সম্পর্কে জানতে চান।

জবাবে সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর বলেন, সিলেটের রাজনৈতিক দলগুলোর মধ্যে বরাবরই সম্প্রীতি বিদ্যমান। এ নির্বাচনেও এখন পর্যন্ত এ সম্প্রীতি অটুট রয়েছ। নির্বাচনি পরিবেশ এখনো অনুকূলে। বিগত দিনে সিলেট প্রেসক্লাবের পক্ষ থেকে নির্বাচনকালে কন্ট্রোল রুম খোলার বিষয়টি অবহিত করেন। এবারও অনুরূপ কন্ট্রোল রুম খোলা হবে। প্রায় ৬০ বছরের পুরোনো সিলেট প্রেসক্লাবের নির্বাচন প্রতি দুই বছর পর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়।

এভারহার্ড লিউই ঐতিহ্যবাহী সিলেট প্রেসক্লাবের সমৃদ্ধ ইতিহাস শুনে মুগ্ধ হন এবং সাংবাদিকতার বিকাশে ক্লাব নেতৃবৃন্দ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রেসক্লাবে আসার জন্য ইইউ প্রেস অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।