Image description

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ হবে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের। শনিবার থেকে রাষ্ট্রীয় সফরে ঢাকা রয়েছেন স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী ভুটানের সরকারপ্রধান। সফরের প্রথমদিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আনুষ্ঠানিক এবং একান্ত বৈঠক সেরেছেন। তার সম্মানে রাজকীয় ভোজ হয়েছে রাতে। যাতে উপদেষ্টা পর্ষদ, সামরিক-বেসামরিক আমলা, নাগরিক সমাজের প্রতিনিধিসহ দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা অংশ নেন। আজ তার সফরের দ্বিতীয় দিন। কর্মসূচিতে ঠাসা। প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে দুপুরে।

তাছাড়া বিকালে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিএনপি, জামায়াত এনসিপিসহ বিভিন্ন দলের নেতাদের সঙ্গে দেখা হবে তার। অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল প্রতিনিধি এবং বিএনপি’র তরফে এটা নিশ্চিত করা হয়েছে যে, রাজনীতিবিদদের সঙ্গে মতবিনিময়ের ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের।

উল্লেখ্য, ভুটানের রাজনীতিতে প্রতিষ্ঠিত নাম শেরিং তোবগে। তার বেসিক পড়াশোনা ইঞ্জিনিয়ারিংয়ে। পরবর্তীতে তিনি হার্ভার্ড থেকে জনপ্রশাসনের ওপর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেন। মেধাবী ওই রাজনীতিকের বাংলাদেশে এটি প্রথম সফর নয়। আওয়ামী লীগের শাসনামলে তিনি ঢাকা সফর করেছেন কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেননি।