Image description

কূটনীতিতে সরব হয়ে উঠেছে জামায়াত। টার্গেট বিশ্বদরবারে দলের পজিটিভ ইমেজ তৈরি করা। সম্প্রতি কূটনৈতিক অঙ্গনে ঘনিষ্ঠ যোগাযোগ এবং তাৎপর্যপূর্ণ তৎপরতা দেখা যায় দলটির। 

সৌজন্য সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় চীনা দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসাডরসহ আরও দু’জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। গত ৮ই অক্টোবর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে যান দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। তিনিও জামায়াতের আমীর ও শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। গত ১৪ই অক্টোবর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার (ভারপ্রাপ্ত) নার্দিয়া সিম্পসন। গত ১৬ই অক্টোবর ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদান জামায়াতের আমীরসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। গত ২৬শে নভেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আমীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। গত ১০ই ডিসেম্বর ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি জামায়াত আমীরের সঙ্গে দেখা করেন। গত ১৩ই জানুয়ারি আমীরের সঙ্গে দেখা করেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস। গত ৮ই ফেব্রুয়ারি সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দোহাইলানের সঙ্গে সৌদি দূতাবাসে গিয়ে দেখা করেন জামায়াতের আমীর। গত ১১ই ফেব্রুয়ারি জামায়াতের আমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। গত সপ্তাহে আবারও পাকিস্তানের হাইকমিশনার জামায়াত আমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। গত ১০ই মার্চ যুক্তরাষ্ট্রের সাবেক দুই কূটনীতিক উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিচ জামায়াতের আমীরের সঙ্গে মতবিনিময় করেন। গত ১১ই মার্চ আমীরের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। গত সপ্তাহেও কুক জামায়াত আমীরের সঙ্গে দ্বিতীয় দফা সাক্ষাৎ করেন। একইভাবে ১৩ই মার্চ জামায়াত আমীরের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। গত বৃহস্পতিবার জামায়াত আমীরের সঙ্গে দ্বিতীয়বার বৈঠক হয় তার। 

উল্লেখ্য, গত ২৪শে আগস্ট পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফরে আসেন। এ সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের শুভেচ্ছা নিয়ে জামায়াত আমীরের বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় যান। এছাড়া গত সপ্তাহে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল, জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদান জামায়াত আমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।