Image description
নেই বিকল্প কর্মক্ষেত্র অসহনীয় যানজট

প্রতিদিনই শত শত নতুন মানুষ রাজধানীতে ঢুকছে। এতে ঢাকার সব ক্ষেত্রেই বাড়ছে চাপ। বাড়ছে যানজট, নষ্ট হচ্ছে কর্মপরিবেশ, আবাসভূমি, জলাশয়। বায়ুদূষণ, শব্দদূষণ, সবুজায়ন ধ্বংসে দিন দিন অসহনীয় হয়ে উঠছে এই নগর জীবন। বিকল্প কর্মক্ষেত্রের অভাব, চিকিৎসার অপ্রতুলতা, উন্নত জীবন, শিক্ষাব্যবস্থাসহ বিভিন্ন কারণে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসব মানুষ ঢাকামুখী হচ্ছে। 

ও বিকেন্দ্রীকরণের জন্য প্রশাসনিক এবং বাণিজ্যিক কাজে ঢাকার আশেপাশের শহরগুলোকে সেকেন্ডারি শহর হিসেবে তৈরি করতে হবে।

পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশের জলবায়ু পরিবর্তন ঢাকার বিদ্যমান সমস্যাগুলোকে আরও প্রকট করছে। ঢাকায় জনসংখ্যা কাঙ্ক্ষিত মাত্রায় নিয়ন্ত্রণ রাখা বেশ কষ্টসাধ্য। বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে ঢাকার আশপাশের শহরগুলোকে স্যাটেলাইট শহর হিসেবে গড়ে তোলা জরুরি।