Image description

গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা রেলস্টেশনে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ালো যাত্রীবাহী বুড়িমারী এক্সপ্রেস। ট্রেন ছাড়ার মুহূর্তে বিকট শব্দে ছিঁড়ে যায় দুটি বগির হুক, ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বগি। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শতশত যাত্রীর মধ্যে। চিৎকার-চেঁচামেচি শুরু হলেও ভাগ্যক্রমে রক্ষা পেয়েছেন শত শত যাত্রী।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। তবে প্রাণহানি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্টেশন সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস বামনডাঙ্গা স্টেশনে যাত্রা বিরতির পর ছাড়ার সময় বিকট শব্দে হঠাৎ ক-খ এবং ট-ঠ বগির সংযোগ হুক ছিঁড়ে যায়। মুহূর্তেই বগি আলাদা হয়ে ট্রেন থেমে যায়। এতে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে।

ঘটনার পর অন্তত দুই ঘণ্টা ট্রেন বন্ধ থাকে। পরে করতোয়া এক্সপ্রেস থেকে নতুন হুক এনে জরুরি মেরামত কাজ শুরু করে কর্তৃপক্ষ।

বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার হাউয়ুল মিয়া জানান, ‌‌‌‌‌‘ভাগ্যিস বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। বগি সংযোগ ঠিক করেই ট্রেনটি গন্তব্যে ছেড়ে যাবে।’