
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার ৩১ ঘণ্টা পেরিয়ে গেছে। তবুও শেষ হয়নি ভোট গণনা। ঘোষণা হয়নি ফলাফল। কেন এই বিলম্ব। ফল ঘোষণায় বিলম্বের কারণে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি মাফরুহী সাত্তার। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ম্যানুয়াল পদ্ধতিতে ভোটের ফল গণনার জন্যই এই বিলম্ব। এছাড়া কেন্দ্র থেকে ব্যালট বাক্স আসতেই দেরি করায় গণনাও শুরু হয় দেরিতে। তার ওপর ভোট গণনাকালে রিটার্নিং অফিসারের দায়িত্বপালনকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস আকস্মিক অসুস্থ হয়ে মারা গেছেন। মাঝখানে ভোট গণনা বন্ধ করে ওএমআর মেশিনে গণনার প্রস্তুতি নেয়া হয়। পরে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি বৈঠকে ফের ম্যানুয়ালি ভোট গণনার সিদ্ধান্ত হয়। যদিও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব একেএম রাশিদুল আলম আশাবাদ ব্যক্ত করেন- শুক্রবারের মধ্যেই গণনা সম্পন্ন করে বেসরকারিভাবে ফল প্রকাশ করতে পারবো।
পোলিং এজেন্ট ঢুকতে না দেয়া, প্রার্থীদেরকে ভোটকেন্দ্র পরিদর্শন করতে না দেয়া, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে ভোটগ্রহণকালে শিবির সমর্থিত প্যানেল ভোটারদের হাতে লিফলেট বিতরণ করা, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে জাল ভোট দেয়া ও ভিপি প্রার্থীকে হেনস্তার শিকার করা, কিছু কেন্দ্রে ভোট গ্রহণকালে বিদ্যুৎ সরবরাহ না থাকায় একটি মহল ভোট কারচুপি, কিছু কেন্দ্রের ভোটার অনুপাতে বুথের সংখ্যা কম হওয়ায় ভোটারদের ভোগান্তি, অধিকাংশ ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে অমোছনীয় কালি ব্যবহার না করায় একই ব্যক্তি একাধিক ভোট প্রদান করছে, ভোটার তালিকায় প্রার্থীদের ছবি না থাকায় একজনের ভোট আরেকজন দেয়া, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদে তিনজন কার্যকরী সদস্যকে ভোট দেয়ার কথা থাকলেও ব্যালটে একজনের নাম থাকা। ভোট চলাকালে অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সমর্থিত ‘সাদী-বৈশাখী-সাজ্জাদ পরিষদ’ প্যানেল, ছাত্র ইউনিয়নের একাংশের ‘সংশপ্তক পর্ষদ’। ভোট শেষে ফল বর্জন করে সমপ্রীতির ঐক্য, সংশপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ, সজীব আহমেদ জেনিচের ফ্রন্টের আংশিক প্যানেল। ভোট ও ফল বর্জনের বাইরে ছিল শিবিরের সমন্বিত শিক্ষার্থী জোট, বাগছাস সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম ও স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন। ভোটগ্রহণ শেষ হবার পর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে জাবি শাখা ছাত্রদল। সেইসঙ্গে পুনরায় নির্বাচনের দাবি জানায়।