Image description
দুর্বৃত্তদের আগুনে ২ মেয়ের মৃত্যু

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে বিএনপি নেতার দুই মেয়ের মৃত্যু হয়েছে। গত ১৯শে ডিসেম্বর রাতে ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাহির থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে বিএনপি নেতা বেলালের বসতঘরে আগুন লাগিয়ে দেয়। এতে আগুনে ঘর ও  আসবাবপত্রসহ তার ছোট মেয়ে আয়েশা পুড়ে মারা যায়। বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার আরেক মেয়ে স্মৃতি মারা যায়। কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কারা এ ঘটনা ঘটিয়েছে তাও অজানা। এতে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

নিহত আয়েশা ফাইভস্টার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। আগুনে বেলালসহ তার বড় মেয়ে স্মৃতি, মেজো মেয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া সায়মা আক্তার বিথি (১৪) দগ্ধ হয়। এর মধ্যে বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেন। স্মৃতি ও বিথিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেয়া হয়। স্মৃতির শরীরের ৯০ শতাংশ ও বিথির ২ শতাংশ শরীর দগ্ধ হয়। বিথিকে চিকিৎসা শেষে পরদিনই ছাড় দেয়া হয়। গত বুধবার রাতে স্মৃতি আইসিইউতে মারা যায়। এ ঘটনায় ২১শে ডিসেম্বর রাত ১০টার দিকে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বাড়ি পরিদর্শন এবং পরিবারের খোঁজখবর নেন। এর আগে লক্ষ্মীপুর সদর হাসপাতালে দগ্ধ বেলালকে দেখতে যান তিনি এবং তারেক রহমানের পক্ষ থেকে ৪ লাখ টাকা উপহার দেন।

এদিকে মঙ্গলবার রাতে বিএনপি নেতা বেলাল বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পুলিশ ঘটনাটি তদন্তে কাজ করছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করেছে। এর মধ্যে দু’টি তালা লক ও একটি খোলা অবস্থায় পাওয়া গেছে। তবে পেট্রোল ঢেলে আগুন লাগানোর আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, নিহতদের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনাটি তদন্ত চলছে।