ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সাবেক এমপি প্রার্থী শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তীব্র শীতের মধ্যেও রাজধানীর শাহবাগে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের সদস্যরা শাহবাগে সমবেত হয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন এবং এখন অবধি অবরোধ কর্মসুচি চালিয়ে যাচ্ছেন তারা।
রাত সাড়ে ১২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, তীব্র শীতের মধ্যেও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা শাহবাগে অবস্থান করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এসময় তাদেরকে শহীদ ওসমান হাদির কবিতা আবৃত্তি ও ওসমান হাদিকে নিয়ে লেখা গান, গজল এবং বিভিন্ন দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করতে দেখা যায়।
এর আগে, রাত সাড়ে ১১টায় ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ কর্মসূচিতে সংহতি জানায় জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান।