Image description

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বিএনপির জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে অবাঞ্চিত ঘোষণা করেছে উপজেলা বিএনপির একটি পক্ষ। একইসঙ্গে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিলও করেছেন তারা। পাশাপাশি দলীয় মনোনয়নবঞ্চিত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন বলে ঘোষণা দিয়েছেন। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে কালীগঞ্জ বাস টার্মিনালে বিক্ষোভ সমাবেশে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এ ঘোষণা দেন। তিনি বলেন, আমি দলীয় হাইকমান্ডের ওপর আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবো। যদি মনোনয়ন পরিবর্তন না হয় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো। আমার টাকা নেই তাই মনোনয়ন দেওয়া হয়নি। এখানে বিএনপির তিন জন প্রার্থী ছিলেন, কিন্তু ষড়যন্ত্র করে মনোনয়ন পরিবর্তন করা হয়েছে। তিন জনের মধ্যে একজনকেও মনোনয়ন না দিয়ে বাইরে থেকে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিতকে উদ্দেশ্য করে তিনি বলেন, তিনি তো অবৈধ টাকা লেনদেন করে তারেক রহমানের নির্দেশকে উপেক্ষা করেছেন। আমরা কালীগঞ্জের বিএনপি ঐক্যবদ্ধ আছি। এখানে সাবেক শহিদুজ্জমান বেল্টুর স্ত্রী মুর্শিদা জামান পপি আমাদের সাথে রয়েছেন। আমরা বিএনপিকে বাঁচাতে লড়বো। 

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির সিনিয়র নেতা নুরুল ইসলাম, বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, ইসরাইল হোসেন জীবন, মুর্শিদা জামান পপি প্রমুখ। সমাবেশের আগে থানা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির নেতাকর্মীরা কাফনের কাপড় পরব বিক্ষোভ মিছিল বের করেন।