নরসিংদীতে জমে উঠেছে নির্বাচনি কর্মযজ্ঞ। ঘরোয়া উঠান বৈঠক আর সভা-সমাবেশের মধ্য দিয়ে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। প্রসঙ্গত, এক সময় বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ছিল নরসিংদীর পাঁচটি আসনই। কিন্তু ২০০৮ থেকে ২০২৪ সাল আসনগুলো আওয়ামী লীগের দখলে ছিল। এবার পরিবর্তিত পরিস্থিতিতে পুরোনো দুর্গ ফিরে পেতে চাইছে বিএনপি। তাই পাড়ামহল্লা থেকে শুরু করে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম বা চরাঞ্চলগুলোতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে বিএনপি। একইভাবে আসনগুলো দখলে নিতে মরিয়া জামায়াতে ইসলামীও। দলটি তাদের প্রার্থীদের বিজয়ী করতে সর্বশক্তি নিয়ে তৎপরতা চালাচ্ছে। মাঠের তথ্যানুযায়ী, আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে পাঁচটি আসনেই বিএনপি ও জামায়াতের মধ্যে লড়াই হবে। যদিও মাঠে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, এনসিপিসহ অন্য কয়েকটি দলের প্রার্থীরা।
নরসিংদী-১ (সদর) : এ আসনে বিএনপি থেকে লড়ছেন হেভিওয়েট নেতা দলটির যুগ্ম মহাসচিব, সাবেক এমপি, জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। জামায়াত থেকে লড়ছেন মো. ইব্রাহিম ভূঁইয়া। এ ছাড়া এনসিপি থেকে আবদুল্লা আল ফয়সাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা শওকত হোসাইন সরকার, বাংলাদেশ খেলাফত মজলিসের মাহমুদুল হক ভূঁইয়া প্রার্থী হিসেবে তৎপর রয়েছেন।
নরসিংদী-২ (পলাশ) : এ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে লড়ছেন হ্যাভিওয়েট নেতা দলটির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবদুুল মঈন খান। এ আসনে মঈন খানের বিজয় অনেকটা নিশ্চিত বলে এলাকাবাসী মনে করেন।
জামায়াতে ইসলামী থেকে লড়ছেন জেলা জামায়াতের সেক্রেটারি উপাধ্যক্ষ মো. আমজাদ হোসেন, এনসিপি থেকে সারোয়ার তুষার, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ার মহসিন আহমেদ, খেলাফত মজলিশ থেকে মোহাম্মদ মহিউদ্দিন জামিল।
নরসিংদী-৩ (শিবপুর) : এবারের নির্বাচনে বিএনপি থেকে লড়ছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমান কাউছার।
বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক এলজিআরডি মন্ত্রী প্রয়াত আবদুুল মান্নান ভূঁইয়ার স্মৃতি ধরে রাখতে এ আসন থেকে মান্নান ভূঁইয়া স্মৃতি পরিষদের আহ্বায়ক ও শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ-উল-ইসলাম মৃধা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) : এ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল। জামায়াতে ইসলামীর প্রার্থী মো. জাহাঙ্গীর আলম।
নরসিংদী-৫ (রায়পুরা) : এ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় বিজ্ঞাপন ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। জামায়াতে ইসলামীর প্রার্থী জাহাঙ্গীর আলম। এ ছাড়া ইসলামী আন্দোলনের মো. বদরুজ্জামানও প্রার্থী। এ আসনে বিএনপির প্রার্থীর সঙ্গে জামায়াতে ইসলামীর প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে বলে স্থানীয়দের ধারণা।