Image description

ঘন কুয়াশার কারণে ঢাকা-চাঁদপুর- বরিশাল রুটে সবধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য।

তিনি বলেন, হঠাৎ করে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেছে। এ কারণে ঢাকা-চাঁদপুর, ভোলা-বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলে সবধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরো বলেন, লঞ্চগুলো চলার পথে যে যেখানে আছে, সেখানেই অবস্থান করছে। ওই স্থানে লঞ্চগুলো নোঙ্গর করে রাখার জন্য বলা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফের নৌযান চলাচল স্বাভাবিক করা হবে।