
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী ইনস্টাগ্রামে নতুন মাইলফলক স্পর্শ করেছেন। তাঁর অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ। সম্প্রতি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানিয়ে হামজা লিখেছেন, “ইনস্টাগ্রামে ১০ লাখ অনুসারী হয়েছে। আলহামদুলিল্লাহ। সমর্থন দেওয়ায় আপনাদের সবাইকে ধন্যবাদ। আসলেই সত্যিই অনেক কৃতজ্ঞ।”
বাংলাদেশের জাতীয় দলে অভিষেকের পর থেকেই জনপ্রিয়তা বাড়ছে লেস্টার সিটির এই মিডফিল্ডারের। সামাজিক মাধ্যমে সাধারণ সমর্থকদের পাশাপাশি মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও তাসকিন আহমেদের মতো জাতীয় ক্রিকেটাররাও তাঁর প্রশংসা করেছেন।
এ বছরের ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের হয়ে অভিষেক হয় হামজার। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে করেছেন একটি গোল ও একটি অ্যাসিস্ট। ঢাকায় ভুটানের বিপক্ষে ম্যাচে হেডে তাঁর করা গোলেই বাংলাদেশ জয় পায় ১-০ ব্যবধানে।
হামজা এখন খেলছেন ইংল্যান্ডের লেস্টারসিটি ক্লাবে। লেস্টারের হয়ে ২০২৫-২৬ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৩ ম্যাচে করেছেন ১ গোল। তবে কোনো অ্যাসিস্ট নেই। তাঁর লেস্টার এবার খেলছে ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপে। ১৩ আগস্ট ইএফএল কাপে হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে মূল ম্যাচ ২-২ গোলে ড্রয়ের পর পেনাল্টি শুটআউটে ৩-২ গোলে হেরেছিল লেস্টার। তাতে টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে বিদায়ঘণ্টা বেজে যায় হামজার দলের।
এদিকে বাংলাদেশ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে চার দলের মধ্যে তিন নম্বরে অবস্থান করছে। হামজাদের এখানে পয়েন্ট ১। ভারতের ১ পয়েন্ট হলেও তারা চারে। পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকা সিঙ্গাপুর, হংকং দুই দলেরই পয়েন্ট ৪। বাছাইপর্বে বাংলাদেশের পরের ম্যাচ ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে। তার আগে নেপালের বিপক্ষে বাংলাদেশ দুটি প্রীতি ম্যাচ খেলবে।