
তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান বলেছেন, ‘যারা নিরপরাধ মানুষের রক্ত ঝরায়, তারা সেই রক্তেই ডুবে মরবে।’ মঙ্গলবার আঙ্কারায় জেন্ডারমেরি ও কোস্টগার্ড একাডেমির স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে তিনি ইসরাইলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। অনুষ্ঠানে পাঁচ হাজার ১১ জন নবীন অফিসার ও নন-কমিশনড অফিসারের উপস্থিততে এসব কথা বলেন তিনি।
এরদোগান বলেন, ‘বিশ্ব আজ দেখছে ক্ষুধায় কাতর শিশুদের, যাদের পেট শুকিয়ে গেছে, ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে সেগুলো ক্যামেরায় ধরাও পড়ছে আর তথাকথিত সভ্য দেশগুলো চুপ করে আছে।’ তিনি ইসরাইলের চলমান হত্যাকাণ্ডকে ‘জায়নিস্ট হত্যাযজ্ঞের নেটওয়ার্ক’ বলে অভিহিত করে বলেন, ‘আমরা ইতিহাস থেকে জানি যারা ক্ষমতার আয়নায় নিজেদের দেখে তারা এক দিন ধ্বংস হয়। আল্লাহ তাদের শাস্তি বিলম্বিত করেন, কিন্তু কখনোই তা ছেড়ে দেন না।’
তিনি আরো বলেন, ‘আমাদের ফিলিস্তিনি ভাইদের ওপর যে প্রতিটি গুলি ও বোমা ছোড়া হয়েছে, তার হিসাব এক দিন অবশ্যই চুকানো হবে।’ এরদোগান তুরস্কের হাজার বছরের প্রতিরোধের ঐতিহ্য তুলে ধরে বলেন, আঙ্কারা তার নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় দৃঢ় অবস্থানে থাকবে। তিনি ১০৭১ সালের মালাজগির্ত যুদ্ধ এবং ১৯২২ সালের গ্রেট অফেনসিভের বার্ষিকী স্মরণ করে বলেন, তুরস্কের ঐতিহাসিক বিজয়গুলোই ভবিষ্যতের শক্তিশালী রাষ্ট্র গঠনের প্রেরণা। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধাপরাধের বিরুদ্ধে তুরস্ক অন্যতম প্রধান বিরোধী শক্তি হিসেবে অবস্থান নিয়েছে। এর ফলে তেল আবিবের ক্ষোভের মুখে পড়েছে আঙ্কারা।
-ডেইলি সাবাহ