Image description
 

আগস্টে সাদা বলের দুটি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করার কথা রয়েছে কোহলিদের। সে সিরিজের জন্য সূচিও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে সে সিরিজ নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে।

যদিও শনিবার (৩ মে) ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের বাছাইয়ের ফাইনালের পুরস্কার বিতরণ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, এখন পর্যন্ত সিরিজ যথাসময়ে অনুষ্ঠিত হবে বলেই জানেন তিনি।

বিসিবি সভাপতি বলেন, ‘এই মুহূর্তে ভারতের পক্ষ থেকে আমাদের কাছে সিরিজ নিয়ে তেমন কিছু জানানো হয়নি। একটি ভারতীয় সংবাদমাধ্যমে একটি খবর দেখেছি। তবে ভারত পুরো সফর কনফার্ম করেছে, সূচিও তৈরি হয়ে গেছে। আমি আইসিসির সভায় দুইবার গিয়েছি। জয় শাহের সঙ্গেও কথা হয়েছে, নতুন সেক্রেটারি দেবজিৎ সইকিয়ার সঙ্গেও আলোচনা করেছি। আমার মনে হয়, সেখান থেকেই আমরা একটি সূচি পেয়েছি। এখনো মনে করি, এই সিরিজটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।’

শুক্রবার (২ মে) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়, আগস্টে ভারতীয় দলের বাংলাদেশ সফরের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এই সিরিজটি যথাসময়ে আয়োজনের ‘উজ্জ্বল সম্ভাবনা নেই’ বলেও জানায় সে সূত্র।

 

গতরাতেই বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমকে জানান, সিরিজ স্থগিতের কোনো খবর তাদের কাছে নেই। সিরিজটি যথাসময়েই অনুষ্ঠিত হবে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।