Image description

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১৫ বছরের কারাদণ্ড এবং ১১.৩ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ২.৭ বিলিয়ন ডলার) অর্থদণ্ড দিয়েছে কুয়ালালামপুর হাইকোর্ট। ক্ষমতার অপব্যবহারের চারটি এবং অর্থপাচারের ২১টি অভিযোগ সবকটিতেই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

বহুল আলোচিত ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (১এমডিবি) থেকে অবৈধভাবে আত্মসাতের জন্য ২০২০ সালে নাজিবকে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং ক্ষমতার অপব্যবহারের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। ১এমডিবি সংশ্লিষ্ট আরও কয়েকটি মামলায় ২০২২ সালের আগস্ট থেকে কারাগারে আছেন তিনি।

মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের তদন্তকারীদের হিসাব অনুযায়ী, মালয়েশিয়ার সার্বভৌম সম্পদ তহবিল ১এমডিবি থেকে অবৈধভাবে ২২০ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত বা প্রায় ৫৬৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যক্তিগত হিসাবে স্থানান্তর করেছিলেন।

রায়ে বিচারক কলিন লরেন্স সেকেরাহ বলেন, ‘আসামি দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কিন্তু অকাট্য প্রমাণের মাধ্যমে সেসব দাবি খণ্ডিত হয়েছে। এসব প্রমাণ স্পষ্টভাবে দেখায়, আসামি ১এমডিবিতে তার নিজস্ব শক্তিশালী অবস্থান এবং তার ওপর অর্পিত বিস্তৃত ক্ষমতার অপব্যবহার করেছেন।’

ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, পূর্বে ঘোষিত ১এমডিবি-এর একটি সহযোগী প্রতিষ্ঠান এসআরসি ইন্টারন্যাশনালের সঙ্গে সম্পর্কিত একটি মামলায় নাজিবের ছয় বছরের কারাদণ্ড শেষ হওয়ার পর, ২০২৮ সালে তার নতুন কারাদণ্ড শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি কলিন লরেন্স।

এর আগে ২০২০ সালে ১এমডিবি তহবিল থেকে প্রায় ৯০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার আত্মসাতের দায়ে দোষী সাব্যস্ত হন নাজিব। সে মামলায় তাকে ১২ বছরের কারাদণ্ড দেয়া হয়। পরে অবশ্য সাজা কমিয়ে ৬ বছর করা হয়। দেশটির সেলাঙ্গর প্রদেশের কাজাং জেলে তিনি এখন এই সাজা ভোগ করছেন।