Image description

শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগানে উত্তাল রাজধানীর শাহবাগ। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পরে শাহবাগে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের সদস্য ও বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সন্ধ্যা পেরিয়ে রাতেও নানা স্লোগানে উত্তাল শাহবাগ।   

সরেজমিনে দেখা যায়, ‘হাদি শহীদ কেন, আসিফ নজরুল জবাব দে, হাদি শহীদ কেন, ইউনুস জবাব দে, হাদি শহীদ কেন, ডিএমপি জবাব দে, হাদি শহীদ কেন, হাদি শহীদ কেন, জাহাঙ্গীর জবাব দে, হাদি শহীদ কেন, দিল্লি জবাব দে, লীগ ধর, ধোলাই কর, দিল্লি না হাদি’সহ নানা স্লোগান দিচ্ছেন উপস্থিত ছাত্র-জনতা।

টাঙ্গাইল থেকে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচিতে আসা আনোয়ার বলেন, ‘আমরা হাদি হত্যার বিচার চাই, এটা নিয়ে কোনো কালক্ষেপণ মেনে নেয়া হবে না। বিচার না পাওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরব না।’

সিরাজগঞ্জ থেকে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসুচিতে আসা সাব্বির হোসেন বলেন, ‘আমরা হাদি হত্যার ন্যায় বিচার চাই। বিচার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ অবরোধ কর্মসূচি চালিয়ে যাব। আগে হাদি ছিল একজন, সারাদেশে এখন লক্ষ লক্ষ হাদি রয়েছে। আমার স্পষ্ট কথা বিচার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না।’