জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের প্রচারণা শেষ হওয়ার এক দিন আগে বামপন্থী ‘মাওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরির অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ প্যানেলটির নেতারা।
প্যানেলটি সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক আমরিন জাহান অপি বলেন, ‘গতকাল দুপুরে আমাদের ২১ জন প্রার্থীর ৪০ হাজার প্রচারপত্র উধাও হয়ে গিয়েছে। এ বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কোনো সদুত্তর তখন পায়নি। পরে আমরা জানতে পারি এটি পরিষ্কার করার নামে পরিচ্ছন্নতাকর্মীরা নিয়ে গিয়েছেন।’
জিএস পদপ্রার্থী ইভান তাহসীব বলেন, ‘গতকাল অবকাশ ভবনের সিঁড়ির সামনে থেকে আমাদের ৪০ হাজার লিফলেট চুরি হয়েছে। আমরা এর কিছু অংশ ফেরত পেলেও কয়েকজন প্রার্থীর প্রচারপত্র এখনো পাওয়া যায়নি। আমরা এই ঘটনায় ক্ষতিপূরণ দাবি করছি ও যারা এ কাজের সাথে জড়িত, তদন্ত সাপেক্ষে তাদের শাস্তির দাবি জানাই।
প্যানেলের ভিপি প্রার্থী গৌরব ভৌমিক বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে যারা আমাদের লিফলেট নিয়ে গিয়েছে তারা বলছে প্রচার শেষ হওয়ায় এগুলো বিক্রি করে দিয়েছে। কিন্তু আমরা দেখেছি অন্য কোনো প্যানেলের লিফলেট চুরি হয়নি। আমরা প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি প্যানেলটির
এ ছাড়া সংবাদ সম্মেলনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণের দাবি জানিয়েছে ‘মাওলানা ভাসানী ব্রিগেড’।
এ বিষয়ে প্যানেলটির এজিএস প্রার্থী শামসুল আলম মারুফ বলেন, আমরা এর আগের ছাত্রসংসদ নির্বাচনগুলোতে দেখেছি ইলেকশন ম্যানুফ্যাকচারিংয়ের অভিযোগ এসেছে। এছাড়াও ভোটাররা একাধিকবার ক্রস চিহ্ন পূরণ করলে মেশিন কিভাবে রিড করবে সে বিষয়ে নির্বাচন কমিশন কোনো সদুত্তর দিতে পারেনি। তাই আমরা ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণের দাবি জানাই।