Image description
 

ঢালিউডের জনপ্রিয় উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় অভিনেতা জায়েদ খানের সুখী জীবনযাপন দেখে রীতিমতো হিংসুটে মন্তব্য করেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্টে এমনটাই জানিয়েছেন এ আলোচিত-সমালোচিত তারকা।

 

বাঙালির বিনোদনের বড় অভাব। যে কোনো একটা উপলক্ষ্যকে পেলে তা টেনেহিঁচড়ে বড় করে তারা উপভোগ করার চেষ্টা করেন, কিন্তু আসলে কি তা উপভোগ্য হয়? এ ক্ষেত্রে অভিনেতা জায়েদ খান ব্যতিক্রমধর্মী একজন মানুষ। তার আনন্দ যেন ফুরাবার নয়।

সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন শাহরিয়ার নাজিম জয়। সেই ভিডিও কেন্দ্র করেই জানালেন তার এ ঈর্ষার কথা। অভিনেতা বলেন,  উনি কোন অপরাধে অপরাধী কিংবা কোন রাজনৈতিক দলের সদস্য, সেটি আমি জানতে চাই না ।  তিনি বলেন, আমি অবাক বিস্ময় দেখি— একটা মানুষ কীভাবে এত সুখী হয়? 

জয় বলেন, দলমত ও পলিটিকসের ঊর্ধ্বে ছোট্ট এই জীবনে মানুষের এই সুখকে আমি উপভোগ করি। পাশাপাশি হিংসাও করি। কারণ আমার বিবেক-বুদ্ধি এবং সংবেদনশীলতা আমাকে এ রকম আনন্দ করতে দেয় না। ভালো থাকেন ভাই। আপনার দ্বারা যেন কারও ক্ষতি না হয়। বিনোদন দিয়ে যান এভাবেই বলে জানিয়েছেন এ উপস্থাপক।