বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “অতীতে আমাদের সঙ্গে যা কিছু হয়েছে, আমরা তা দলের পক্ষ থেকে মাফ করে দিয়েছি। আমরা প্রতিশোধের রাজনীতি, চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়াবো না—এই প্রতিশ্রুতি দিয়েছি এবং সেই কথা আমরা রেখেছি।”
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১০টার দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নির্বাচনি প্রচারণা শেষ করে ঢাকায় ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বাসস্ট্যান্ডে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী মানুষের কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বিশ্বাস করে। জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায় দলটি।
এর আগে সন্ধ্যা থেকেই মুকসুদপুর কলেজ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত পথসভাকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলার বিভিন্ন ইউনিট থেকে জামায়াতের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে মুকসুদপুর বাসস্ট্যান্ড মোড় এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও এপিবিএন সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়। পথসভা শেষে রাতেই তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।