নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিমকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কর্মকর্তা।
মঙ্গলবার জেলার সিভিল জজ মো. সুমন হোসেন স্বাক্ষরিত নোটিসে আগামী ২৯ জানুয়ারির মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। সশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে তিনি জবাব দিতে পারবেন।
নোটিসে উল্লেখ করা হয়, ভোলা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ফজলুল করিমের পক্ষে মো. নুর ইসলাম অভিযোগ করেন, গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় জামায়াতে ইসলামীর লোকজন অফিসে যাওয়ার সময় বিএনপি প্রার্থীর লোকজন পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা করে এবং ভয়-ভীতি প্রদর্শন করেন, যা ত্রয়োদশ সংসদ নির্বাচনের আচরণবিধি ও প্রার্থীর আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
সুতরাং কেন আপনার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সুপারিশ করা হবে না তার জন্য আগামী ২৯ জানুয়ারির মধ্য সশরীরে অথবা আপনার উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো। এই প্রথম জেলার কোনো প্রার্থীকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হলো।