Image description
 

মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষে নিজেদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সেক্রেটারি মনিরা শারমিনের সুপারিশক্রমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের পক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। 

চূড়ান্ত ৩০ আসনে যারা  লড়বেন শাপলা কলি প্রতীকে-

পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে সারজিস আলম; দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ী) আসনে মো. আব্দুল আহাদ;  রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে ড. আতিক মুজাহিদ; কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট) আসনে ড. আতিক মুজাহিদ।

নাটোর-৩ (সিংড়া) আসনে অধ্যাপক (অব:) এস এম জার্জিস কাদের; সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে এস এম সাঈফ মোস্তাফিজ; পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মো. শামীম হামিদী; টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে সাইফুল্লাহ হায়দার;  ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে জাহিদুল ইসলাম। 

মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গিবাড়ী) আসনে মাজেদুল ইসলাম; ঢাকা-৮ (মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর) আসনে মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী; ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) আসনে জাবেদ মিয়া রাসিন; ঢাকা-১৮ (উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও খিলক্ষেত) আসনে আরিফুল ইসলাম; ঢাকা-১৯ (সাভার) আসনে দিলশানা পারুল; ঢাকা-২০ (ধামরাই) আসনে প্রকৌশলী নাবিলা তাহসিন। 

ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা) আসনে নাহিদ ইসলাম; নরসিংদী-২ (পলাশ ও সদর উপজেলার আংশিক) আসনে গোলাম সারোয়ার (তুষার);  গাজীপুর-২ (সিটি কর্পোরেশনের একাংশ ও সেনানিবাস) আসনে আলী নাছের খান; নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনে সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার; নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে হান্নান মাসউদ; লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মাহবুব আলম। 

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও-পাঁচলাইশ এলাকা) আসনে জোবাইরুল হাসান আরিফ; বান্দরবান (বান্দরবান পার্বত্য জেলা) আসনে আবু সাঈদ মো. সুজাউদ্দিন; নারায়ণগঞ্জ-৪ (সদর উপজেলার আংশিক) আসনে আব্দুল্লাহ আল আমিন; ব্রাহ্মণবাড়িয়া-৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর) আসনে আতাউল্লাহ; ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে আশরাফ উদ্দিন; কুমিল্লা-৪ (দাউদকান্দি) আসনে হাসনাত আবদুল্লাহ।

এছাড়াও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ)  আসনে প্রীতম দাস, নেত্রকোণা-২ (নেত্রকোণা সদর ও বারহাট্টা ) আসনে ফাহিম রহমান খান পাঠান, রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) আসনে জামিল হিজাযী।