বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরে ফাইনালে উঠে গেল চট্টগ্রাম। মঙ্গলবার পয়েন্ট টেবিলের শীর্ষ দল রাজশাহীকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে শেখ মেহেদি হাসানের নেতৃত্বাধীন দলটি।
এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী ও চট্টগ্রাম। প্রথমে ব্যাট করে ১৩৩ রানে অলআউট হয় রাজশাহী।
টার্গেট তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয়ে ফাইনাল নিশ্চিত করে চট্টগ্রাম।
এদিন এলিমিনেটর ম্যাচের রংপুরকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার যোগ্যতা অর্জন করে সিটেল। আগামীকাল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে সিটেল ও রাজশাহী। সেই ম্যাচে যারা জিতবে তারা শুক্রবার বিপিএলের ফাইনালে চট্টগ্রামের মুখোমুখি হবে।
শীর্ষনিউজ