Image description
 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা স্বেচ্ছায় তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। 

 

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত শেষ সময়ের আগে সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত আবেদনের মাধ্যমে স্বেচ্ছায় তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। 

তিনি সাংবাদিকদের বলেন, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে দলের প্রতি পূর্ণ আস্থা ও অনুগত্য প্রকাশ করে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি।  

তিনি আরও বলেন, আমার নির্বাচনি এলাকার ভোটারদের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, গোলাম মোস্তফাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয়ভাবে মনোনয়ন না দেওয়ায় তার সমর্থকরা নানা কর্মসূচি পালন করেন। কিন্তু তাতে কোনো সাড়া না পাওয়ায় তিনি দলীয় পরিচয় ব্যাতিরেকে ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়ে দলের বাইরে একটি শক্ত অবস্থান তৈরি করেছিলেন; যা বিএনপি দলীয় (মনোনীত) প্রার্থীর জন্য অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করে। শেষে দলীয় স্বার্থে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান ও দলের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে সোমবার তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন।