পাওয়ার কাপল নুসরাত ইমরোজ তিশা ও নির্মাতা সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। একজন পর্দার সামনের উজ্জ্বল নক্ষত্র, অন্যজন পর্দার পেছনের কারিগর। দীর্ঘ দুই দশকের পথচলায় তাদের ভালোবাসা আজও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নজর কেড়েছে।
ক্যারিয়ারের ব্যক্তিগত জীবনে চড়াই-উতরাই সবখানেই তারা একে অপরের বড় শক্তি হিসেবে পাশে থেকেছেন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি তিশা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত আছেন। অন্যদিকে মোস্তফা সরয়ার ফারুকী পালন করছেন রাষ্ট্রীয় গুরুত্বদায়িত্ব।
তিশা অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব। এবার সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে একগুচ্ছ পুরোনো ও নতুন ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। স্মৃতির অ্যালবামে ডুব দিয়ে তিনি ফিরে গেছেন ২০ বছর আগে। পোস্ট করা ছবিগুলোর একটিতে দেখা যায়, ২০০৬ সালের তরুণ তিশা ও ফারুকীকে।
ছবির ক্যাপশনে খুব সংক্ষেপে গভীর কৃতজ্ঞতায় তিশা লিখেছেন— ২০০৬-২০১৬-২০২৬, আলহামদুলিল্লাহ। মাত্র তিনটি সাল এবং এক শব্দের এই ক্যাপশনে যেন ফুটে উঠেছে একটি দীর্ঘ সম্পর্কের সফল পরিণাম ও নির্ভরতার গল্প। শেয়ার করা ছবিগুলোতে এ তারকা দম্পতির বিবর্তনের পাশাপাশি ধরা পড়েছে তাদের হাসিমাখা মুহূর্ত এবং গভীর পারিবারিক বন্ধন।
সামাজিক মাধ্যমে অভিনেত্রী তিশা ছবিগুলো পোস্ট করার পরপরই তা নেটিজেনদের নজর কেড়েছে। ভক্ত ও অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরাও মন্তব্যের ঘরে এ তারকা দম্পতিকে শুভকামনা ও ভালোবাসায় সিক্ত করেছেন।
এদিকে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় অভিনয় করতে গিয়েই তিশার সঙ্গে পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে। সেই কাজের সম্পর্ক একসময় ভালোবাসার সম্পর্কে রূপ নেয়। সেই প্রেম-ভালোবাসার শেষে গড়িয়ে পড়ে বন্ধনে। ২০১০ সালে এ তারকা জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ তারকা দম্পতির এক সন্তান রয়েছে।