Image description
 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনকে কেন্দ্র করে এক পুরোনো স্মৃাতি রোমন্থন করলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। সোমবার (১৯ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শিল্পী তার স্কুল জীবনের একটি স্মৃতির কথা তুলে ধরেন। পোস্টে একটি ছবিও শেয়ার করেন তিনি, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সামনে হারমোনিয়াম বাজিয়ে তাকে গান গাইতে দেখা যায়। 

 

আশির দশকের সেই সাদাকালো ছবিতে দেখা যায়, স্কুলপড়ুয়া কনকচাঁপা হারমোনিয়াম হাতে গান গাইছিলেন। আর সেই গান শুনছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 

ফেসবুক পোস্টে কনকচাঁপা লেখেন, ‘শুভ জন্মদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, সফল রাষ্ট্রনায়ক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই মহান নেতা আমাদের স্কুল মাদারটেক আব্দুল আজিজ উচ্চবিদ্যালয় পরিদর্শনে এসেছিলেন। আমি আমার স্কুলের বন্ধুদের নিয়ে গাইছিলাম কিংবদন্তি কণ্ঠশিল্পী শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ আপার সেই গান- ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলা আমার মরণ বাংলাদেশ’। হারমোনিয়াম নিয়ে দাঁড়ানো মেয়েটিই আমি। এটা ৮০ সালের ছবি। ছবি আমার ব্যক্তিগত অ্যালবাম থেকে নেওয়া।’ 

কণ্ঠশিল্পীর এই পোস্টটি মুহূর্তেই নেটিজেনদের বেশ নজর কেড়েছে। ব্যবহারকারীদের অনেকেই পোস্টটি নিয়ে তাদের ভালো লাগার বিষয়টি পোস্টের কমেন্ট বক্সে জানান।