বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট নিয়ে কোনো ধরনের অনিয়ম বা ব্যত্যয় সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অনিয়মে জড়িত প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করে দেওয়া এবং প্রয়োজনে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এসব তথ্য জানান।
নির্বাচন কমিশনার জানান, সম্প্রতি বাহরাইন, ওমান ও কুয়েতে পোস্টাল ব্যালটের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের ব্যত্যয় ঘটেনি। তিনি বলেন, গতকাল বুধবার আমরা সব দূতাবাসের সঙ্গে কথা বলেছি। পোস্টাল ব্যালট নিয়ে সামান্যতম ব্যত্যয় হলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। কঠোর শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির এনআইডি লক এবং প্রয়োজনে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে।
ব্যালট বিতরণে নতুন কড়াকড়ি
ভোটের স্বচ্ছতা নিশ্চিতে ব্যালট হস্তান্তরের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে জানিয়ে কমিশনার জানান, বাহরাইন: এখন থেকে দেশটির পরিচয়পত্র (সিপিআর) না দেখানো পর্যন্ত কাউকে পোস্টাল ব্যালট দেবে না ‘বাহরাইন পোস্ট’। ওমানের সংশ্লিষ্ট ব্যক্তির পাসপোর্ট যাচাই করে তবেই ব্যালট হস্তান্তর করতে বলা হয়েছে।
মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ায় অনেক প্রবাসী শ্রমিক একই মেসে বা ক্যাম্পে অবস্থান করায় ঠিকানার জটিলতা তৈরি হয়েছে। ইসি জানায়, পোস্টাল ব্যালট পেতে ১০০ জনের বেশি ভোটার একই ঠিকানা ব্যবহার করেছেন—এমন ভোটারের সংখ্যা ১৪ হাজার ৮৯১ জন। এছাড়া ঠিকানায় ভুল থাকায় গতকাল পর্যন্ত ৪ হাজার ৫২১টি ব্যালট দেশে ফেরত এসেছে।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সম্ভব হলে আসল ব্যালটাই ব্যবহার করা হবে। এ বিষয়ে আজ শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
উল্লেখ, বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ১ লাখ ৪০ হাজার ৮৭৩ জন প্রবাসী ভোটার তাদের পোস্টাল ব্যালট হাতে পেয়েছেন।