Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে আসন সমঝোতার বিষয়ে নিজেদের অবস্থান জানিয়ে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার ১০ দলের শীর্ষ নেতারা জোটের আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান। তার আগে বৃহস্পতিবার রাতে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনকে ছাড়াই ১০ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন।