Image description

জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, কেউ অনেক সুযোগ-সুবিধা পাবেন, কেউ পাবেন না, এটা তো লেভেল প্লেয়িং ফিল্ড হলো না। জামায়াত নির্বাচনে সকল দলের সমান সুযোগ চায়।

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে আচরণবিধি প্রতিপালন ও প্রচারে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে দলটির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন।

জামায়াতের প্রতিনিধি দল জানায়, তফসিল ঘোষণার পর আমিরে জামাতের নির্দেশনায় তারা দ্রুততম সময়ে সব পোস্টার-ব্যানার সরিয়ে নিলেও অনেক পক্ষ এখনো তা করেনি। শুধু রাস্তায় নয়, ডিজিটাল ও ভার্চুয়াল প্ল্যাটফর্মেও বর্তমানে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। ইসিকে এসব বিষয়ে সজাগ থেকে একটি 'লেভেল প্লেয়িং ফিল্ড' বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

বৈঠকে জামায়াতের পক্ষ থেকে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জোর দাবি জানানো হয়। জুবায়ের বলেন, সিসি ক্যামেরা থাকলে সন্ত্রাসী চক্র নির্বাচন ভন্ডুল করার সাহস পাবে না। এছাড়া জুলাই বিপ্লবের যোদ্ধাদের হত্যাকাণ্ড ও অবৈধ অস্ত্রের ব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের দাবি জানায় দলটি।

প্রবাসী ভোটারদের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াত জানায়, সোয়া কোটি প্রবাসীর মধ্যে এখন পর্যন্ত মাত্র ৬ লাখ ভোটার নিবন্ধিত হয়েছে, যা অত্যন্ত ধীরগতি। এছাড়া একটি বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে ভোটারদের টাকা ও কার্ড প্রদানের ওয়াদাকে আচরণবিধি লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে ব্যবস্থা নিতে অনুরোধ করেছে দলটি। আগামী ৩ জানুয়ারি জামায়াতের নির্ধারিত জনসভা আচরণবিধি মেনেই সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন নেতারা।

শীর্ষনিউজ