চট্টগ্রামের পটিয়ায় আবু খান নামে এক যুবলীগ নেতা গ্রেফতারের পরদিন জামিনে মুক্তি পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার হাইদগাঁও এলাকা থেকে তাকে আটক করে পটিয়া থানা পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতে ৫১ ধারায় প্রেরণ করা হলে তিনি জামিনে মুক্তি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন পটিয়া ম্যাজিস্ট্রেট কোর্টের জিআরও এসআই মাজহারুল।
স্থানীয় সূত্রে জানা যায়, আবু খান হাইদগাঁও ইউনিয়ন যুবলীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন এবং নেতাকর্মীদের ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দক্ষিণ জেলা শাখার সংগঠক তালহা রহমান বলেন, ‘যাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সহিংস ও রাজনৈতিক অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে, তাদের এভাবে গ্রেফতার দেখিয়ে দ্রুত মুক্তি দেওয়া জনগণের মধ্যে পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি করছে।’
পটিয়া থানার ওসি জিয়া উল হক বলেন, ‘আটককৃত আবু খানকে ৫১ ধারায় মামলা দেখিয়ে আদালতে পাঠানো হয়। তবে জামিনে মুক্তি পাওয়ার বিষটি আমার জানা নেই।’