আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। পিরোজপুর-২ আসনে (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) স্বরূপকাঠী আসনের জন্য এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী রির্টানিং অফিসার, উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের কাছ থেকে জেপির উপজেলা, যুবসংহতি, ছাত্রসমাজসহ অন্য সংগঠনের সিনিয়র ও প্রবীণ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাচন অফিসার মো. শাহীন শরীফ উপস্থিত ছিলেন।
আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানী) আসন থেকে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এই আসন থেকে ছয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন।