Image description

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসের অভ্যন্তরেই চলছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সংগ্রহ কার্যক্রম। রবিবার (৯ নভেম্বর) বিবিএ ফ্যাকাল্টির সামনে স্থাপিত বুথে সদস্য সংগ্রহের কার্যক্রম চলেছে।

এ বিষয়ে কুবি ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, তরুণ মেধাবীদের রাজনীতিতে সম্পৃক্ত করতেই আমাদের এই উদ্যোগ। শিক্ষার্থীদের পাশে থেকে মানবিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়াই ছাত্রদলের লক্ষ্য।

আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ছাত্রদলকে সুসংগঠিত করতে নতুন সদস্য সংগ্রহ চলছে। আমরা চাই সাধারণ শিক্ষার্থীরাও আমাদের সঙ্গে দেশ ও ক্যাম্পাস গঠনে অংশ নিক।

এর আগে, শিক্ষার্থীবান্ধব ও মানবিক ক্যাম্পাস গড়ার লক্ষ্যে গত ৪ নভেম্বর এ কার্যক্রম উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, সহ-দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম ও নাজমুচ্ছাকিব।

প্রসঙ্গত, গত ৮ আগস্ট ১০০তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে তখন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবির বলেছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হলো। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আইনের ৪৩-এর ‘ঘ’ ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর বিষয়ে যেহেতু আগেই বলা হয়েছে, সেহেতু এ বিষয়ে সিন্ডিকেট সিদ্ধান্ত দেবে না।