পাত্র দেখা সংক্রান্ত ভুয়া ফটোকার্ড ও অপপ্রচার ছড়ানোর অভিযোগে সাধারণ ডায়রি (জিডি) করেছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার ঢাকার শাহবাগ থানায় তিনি এ জিডি দায়ের করেন। জিডিতে তিনটি ফেসবুক আইডির লিংকও সংযুক্ত করেছেন তিনি।
থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাকিবুল ইসলাম। তিনি বলেন, ‘যেহেতু আমরা প্রতিবাদ জানাচ্ছি, তাই স্পষ্ট করতে চাই যে আমরা কোনো ধরনের শক্তি প্রয়োগ করছি না। আমরা চাই না এই দেশে কোনো জবরদস্তি বা সহিংসতা ঘটুক। আমরা আইন শ্রদ্ধাশীল নাগরিক হিসেবে কেবল দৃষ্টি আকর্ষণ করছি যে এ ধরনের অনিয়ম ও নোংরামি নিয়মিতভাবে ঘটে যাচ্ছে।’
তিনি আরও বলেন, গত দুদিন ধরেই তার নামে ভুয়া ফটোকার্ড ছড়ানো হচ্ছিল। এজন্য আমি আজ আইনের কাছে আশ্রয় নিয়েছি। আশা করছি ন্যায়বিচার পাব। পাশাপাশি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দোষীদের শনাক্ত করবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।’
প্রসঙ্গত, সম্প্রতি সময়ে ছাত্রদল সভাপতির ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যেখানে ছাত্রদল সদস্যদের বিয়ে সংক্রান্ত বিষয়ে একটি বক্তব্য যুক্ত করা হয়।