Image description

বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি সিটির মেয়র পুনর্নির্বাচিত এবং সুপ্রিম কোর্টের একজন বিচারপতিসহ ১৫ বাংলাদেশির কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে মার্কিন রাজনীতি ও প্রশাসনে বাংলাদেশিদের উত্থানে নবঅধ্যায়ের সংযোজন ঘটেছে। আর এই ঘটনার নায়ক হলেন ফিলাডেলফিয়া সিটি সংলগ্ন মিলবোর্ন সিটির মেয়র মাহাবুবুল আলম তৈয়ব (৪৭)। মিশিগান স্টেটের হ্যামট্রমিক সিটির মেয়র পদে বাংলাদেশি মুহিত মাহমুদ মাত্র ১১ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। তবে এই সিটির কাউন্সিলম্যান হিসেবে দুই প্রবাসীর বিজয়ী হওয়ায় অনেকের কষ্টবোধ কিছুটা হলেও লাঘব হয়েছে। অপরদিকে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে পুনরায় বিজয়ী হয়েছেন বাংলাদেশি আমেরিকান সোমা সাঈদ। বিজয় ছিনিয়ে নিতে সক্ষম হওয়ায় হাডসন সিটি, আপা ডারবি টাউনশিপ ও মিলবোর্ন সিটির প্রবাসীরাও ৪ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়-জয়কারে একাকার হয়েছেন। ৫ নভেম্বর দিনভর এসব এলাকার প্রবাসীরা উল্লাস প্রকাশ করেছেন। মিষ্টি বিতরণের ঘটনাও ঘটেছে। এই সিটির কাউন্সিলম্যান হিসেবেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের পতেঙ্গার সন্তান সায়েদ রিয়াদ (২১) এবং নওগাঁর সন্তান শাহিন আলম (৩৫)। মিলবোর্ন সিটি সংলগ্ন আপার ডারবি টাউনশিপের নির্বাচনেও তিন প্রবাসী জয়ী হয়েছেন। এরা হলেন কাউন্সিলওম্যান হিসেবে সায়মা দিশা, টাউনশিপ ট্রেজার পদে মোহাম্মদ সাইদুজ্জামান ড্যানি, স্কুল বোর্ড ডিরেক্টর হিসেবে মোহাম্মদ হোসেন মিঠু। মিশিগান স্টেটের হ্যামট্রমক সিটির কাউন্সিলম্যান পদে সর্বোচ্চ ভোট পেয়ে আবু আহমদ মুসা পুনরায় জয়ী হয়েছেন। এই সিটির অপর প্রবাসী নাইম চৌধুরীও নির্বাচিত হয়েছেন। অপরদিকে, নিউজার্সি স্টেটের আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে প্রবাসী সোহেল আহমদ ইতিহাস সৃষ্টি করেছেন। ‘কাউন্সিল অ্যাট লার্জ’ পদে জয়লাভ করেছেন মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান সোহেল আহমদ।

এ ছাড়া সুব্রত চৌধুরীর হ্যাটট্রিক বিজয় ঘটেছে নিউজার্সি স্টেটের আটলান্টিক সিটির স্কুল বোর্ড নির্বাচনে। সুব্রত চৌধুরী প্রথম এশিয়ান আমেরিকান হিসেবে তৃতীয় মেয়াদে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। পাশাপাশি জর্জিয়ার আটলান্টা সিটি সংলগ্ন ডোরাভিলে সিটির কাউন্সিলম্যান হিসেবে জয় পেয়েছেন বাংলাদেশি মো. নাসের।

নিউইয়র্ক স্টেটের হাডসন সিটিতে দেওয়ান সরোয়ার ও মোহাম্মদ রনি পুনরায় কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এই সিটির গুরুত্বপূর্ণ পদ সুপারভাইজার হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন আবদুস মিয়া।