Image description

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য রক্ষার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি বলেছে, সনদের বিষয়ে ইতোমধ্যে অর্জিত ঐকমত্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং নতুন কোনো প্রশ্ন বা সংকট সৃষ্টি করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে বাধা দেওয়া উচিত হবে না।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ঐকমত্য কমিশনে দীর্ঘ আলোচনা শেষে যে ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরিত হয়েছে, বিএনপি তার অংশীদার হিসেবে সনদে বর্ণিত সব বিষয় ধারণ করছে এবং দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দীর্ঘ ১৬ বছর ধরে অবিরাম লড়াই চালিয়ে আসছে। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সীমাহীন ত্যাগের প্রতি দলটি গভীর শ্রদ্ধা জানায়।”

দলটি মনে করে, ঐক্যমতের ভিত্তিতে প্রণীত সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দলের ঐক্য অপরিহার্য। নতুন করে কোনো প্রশ্ন উত্থাপন বা সংকট সৃষ্টির মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচন প্রক্রিয়ায় বিভ্রান্তি সৃষ্টি করা হলে তা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য ক্ষতিকর হবে।

বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, জুলাই জাতীয় সনদের ঐকমত্যভিত্তিক বিষয়গুলো আইনানুগভাবে বাস্তবায়ন এবং নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য আন্তরিক ও কার্যকর ব্যবস্থা নিতে।

সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠানো হয়।