দলীয় সরকারের অধীনে কাঙ্ক্ষিত সংস্কার অসম্ভব বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছরের ইতিহাসে দলীয় সরকারগুলো অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ব্যর্থ হয়েছে। তেমনি দলীয় সরকারের অধীনে কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারও অসম্ভব হবে বলে জনগণ মনে করে।’
তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের চেতনাকে বাস্তবায়ন করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় যে সকল ক্ষেত্রে সংস্কার দরকার সে সংস্কার শেষে নির্বাচন আয়োজন করা হলে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে। আশা করা যায়, এতে কালো টাকা ও পেশীশক্তির প্রভাবমুক্ত একটি নির্বাচন হতে পারে।’
সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ‘রাষ্ট্র গঠনে দেশের প্রত্যেকটি মানুষের মতামত বা ভোটের মূল্য রয়েছে। মানুষের ভোটের যথাযথ মূল্য পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে দেওয়া সম্ভব। তাই দেশের মানুষ পিআর পদ্ধতির নির্বাচন চায়।’
তিনি বলেন, ‘উচ্চ কক্ষ আর নিন্ম কক্ষ যাই হোক, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সিন্ডিকেট দূর হবে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ সমৃদ্ধশালী হবে। সকল ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে। আগামীতে পিআর পদ্ধতির নির্বাচন আয়োজনে দেশের জনগণ রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা নুরুল করীম আকরাম, মাওলানা কেফায়েতুল্লাহ কাশফী, মুফতি হেদায়েতুল্লাহ কাসেমী, প্রফেসর ড. বেলাল নূর আজিজী, শহিদুল ইসলাম কবির ও মুফতি মোস্তফা কামাল প্রমুখ।