Image description

নব্বই দশকের শুরুর দিকে যাত্রা শুরু করা বাংলা দৈনিক সংবাদপত্র ‘ভোরের কাগজ’ বন্ধ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর মালিবাগে প্রতিষ্ঠানটির কার্যালয়ের প্রধান ফটকে এ সংক্রান্ত নোটিস টানিয়ে দেওয়া হয়েছে।

নোটিসে বলা হয়েছে, ভোরের কাগজ কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১২ ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যা ২০-০১-২০২৫ ইং তারিখ থেকে কার্যকর হবে। ‘মুক্তচিন্তার দৈনিক’-এই স্লোগান নিয়ে ১৯৯২ সালের ১৫ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে ভোরের কাগজ।