Image description

‘তিন সচিব জামায়াতের হলে বাকি ৯৭টি কার?’ সম্প্রতি এক অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তাঁর এ বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।

 

ভাইরাল হওয়া ওই ভিডিওতে জামায়াত নেতা ডা. তাহেরকে আরও বলতে শোনা যায়, ‘সচিবের সংখ্যা যে ১০০, তাহলে বাকি ৯৭টি কার? আমরা তো এগুলো বলি না। কারণ আমরা এসব নেগেটিভ, নোংরা রাজনীতিকে পরিহার করতে চাই।’

ভিডিওর মন্তব্যের ঘরে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করেছেন। অনেকে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের এমন বক্তব্যের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘জামায়াতে ইসলামীর রাজনীতি পরিষ্কার ও স্বচ্ছ।’ আরেকজন ডা. তাহেরের বক্তব্যের সাথে তাল মিলিয়ে লিখেছেন, ‘সুন্দর প্রশ্ন, বাকি ৯৭ জন সচিব কোন দলের?’