
বিএনপি নেত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর মহাসচিব আহসান হাবিব লিংকন।
মঙ্গলবার (২১ অক্টোবর) কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা এলাকায় এক জনসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ্য করে তিনি এ বক্তব্য দেন।
এ নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
বক্তব্যে আহসান হাবিব লিংকন বলেন,"সেলিমা রহমানের মাধ্যমে (ফরিদা ইয়াসমিন) আমার কাছে অভিযোগ করেছেন আমি নাকি ২০১৮ সালে ভোট বিক্রি করে দিয়েছি কত বড় সাহস। আরে (প্রকাশ অযোগ্য শব্দ), আমি ভোট বিক্রি করলে সর্বোচ্চ ভোট পেলাম কিভাবে?"
এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ফরিদা ইয়াসমিন বলেন," আমি এই অশালীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিক্রিয়া জানাচ্ছি। তিনি 'ধানের শীষ' প্রতীক নিয়ে নির্বাচন করতে চায়। অথচ ধানের শীষের যারা নীতিনির্ধারক (সেলিমা রহমান) তাদের নিয়ে কটুক্তি করে। আমি এই কটুক্তিকে ধিক্কার জানাই। এটা রাজনীতির ভাষা হতে পারে না। এটা রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত। ব্যক্তিগতভাবে কেউ কাউকে অপছন্দ করতে পারে। কিন্তু প্রকাশ্যে এমন গালিগালাজ চরম বেয়াদবি। আমি জেলা বিএনপির কাছে বক্তব্যের ভিডিওটি পাঠিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি।"
এসময় মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।