
মিরপুরের স্পিন ট্র্যাকে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই দলের ব্যাটারদের কষ্ট ছিল চোখে পড়ার মতো। কিন্তু এর মাঝে যেন এক টুকরো রঙ ছড়িয়ে দিয়েছিলেন রিশাদ হোসেন।
প্রথম ম্যাচে ১৩ বলে ২৬ রানের ইনিংসের পর দ্বিতীয় ওয়ানডেতে খেললেন আরও আগ্রাসী এক ঝড়ো ইনিংস। ১৪ বলে অপরাজিত ৩৯ রান। তার হাত ধরেই বাংলাদেশ পৌঁছে যায় ২০০ পেরোনো স্কোরে।
তবুও যখন ম্যাচ গড়ায় সুপার ওভারে, তখন দেখা গেল না সেই রিশাদকে! ব্যাট হাতে নেমেছিলেন সাইফ হাসান, সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। তিনজনই নিজ নিজ জায়গায় ব্যর্থ। শেষ পর্যন্ত উইন্ডিজের দেওয়া ১১ রানের টার্গেট ছোঁয়া হলো না, বাংলাদেশ থেমে যায় ৯ রানে। ১ রানের রোমাঞ্চকর জয় তুলে নিয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে ওয়েস্ট ইন্ডিজ।
রিশাদের মতো বিধ্বংসী হিটারকে সুপার ওভারে না পাঠানোয় প্রশ্ন উঠেছে সর্বত্র। বিস্মিত হয়েছেন প্রতিপক্ষ স্পিনার আকিল হোসেনও।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, হ্যাঁ, আমি সত্যিই অবাক হয়েছি। এই ছেলেটিই তো পুরো ইনিংসে সবচেয়ে ভয়ংকর ব্যাট করেছিল। ১৪ বলে ৩৯ রান। তারপরও তাকে সুপার ওভারে দেখা গেল না!
তিনি আরও বলেন, মাঠের ছোট বাউন্ডারিতে দুটো ছক্কা মেরেছিল সে। সবাই ভেবেছিল রিশাদ নামবেই। শেষ পর্যন্ত বিষয়টা আমাদের পক্ষেই গেছে।