
দেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে সর্বস্তরে। শিল্পাঞ্চল থেকে শুরু করে এখন আশঙ্কার মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোও। এ অবস্থায় অগ্নিদুর্ঘটনা এড়াতে দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সতর্কতা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রোববার (২০ অক্টোবর) মাউশির প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় এই সতর্কতা জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সব অফিস, অধিদপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিদিন অফিস শেষ হওয়ার আগে প্রতিটি কক্ষের সব বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান ও কম্পিউটার বন্ধ রাখতে হবে। এছাড়া এসির প্লাগ খুলে রাখতে হবে।
শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ উদ্যোগে যাচাই করে অফিস ত্যাগের আগে এসব নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।
দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের প্রধান, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং মাউশির আঞ্চলিক কার্যালয়ে এই নির্দেশনা পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এটি কেবল আনুষ্ঠানিক নির্দেশ নয়—বরং প্রতিটি প্রতিষ্ঠানে প্রতিদিনের অভ্যাস হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
সম্প্রতি একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ড দেশজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। মিরপুর শিয়ালবাড়িতে রাসায়নিকের গুদামে আগুনে ১৬ জনের মৃত্যু, চট্টগ্রাম ইপিজেডের তোয়ালে কারখানায় টানা ১৭ ঘণ্টার অগ্নিকাণ্ড এবং ১৮ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এই নির্দেশনা জারি করা হয়।
অগ্নিকাণ্ডের এসব ঘটনার পরিপ্রেক্ষিতে মাউশির এই পদক্ষেপকে সময়োপযোগী ও প্রয়োজনীয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।