নাটোরের নলডাঙ্গা উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলার কাশোবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেছে।
মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মনিরুল ইসলাম (৩৩) কে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার সমসখলসী মধ্যপাড়া গ্রামের রমজান আলী শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে সম্প্রতি মোবাইল ফোনে মনিরুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৯ অক্টোবর রাতে বেড়াতে যাওয়ার কথা বলে মনিরুল কিশোরীকে উপজেলার কাশোবাড়িয়া এলাকায় নিয়ে যান। সেখানে মনিরুলসহ তার সহযোগী সেলিম ও হাবিব মিলে কিশোরীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন।
এসময় কিশোরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) রফিকুল ইসলাম জানান, মামলার পর রাতেই অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য দুই আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।