Image description
 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তাঁর স্ত্রী আফরোজা আব্বাস, দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৬৭ ব্যক্তি ২০১৮ সালের **বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

 

ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ সোমবার (১৩ অক্টোবর) এই আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী।

মহিউদ্দিন চৌধুরী জানান, ২০১৮ সালের ১৪ নভেম্বর রাজধানীর নয়াপল্টন এলাকায় রাস্তা বন্ধ করে মিছিল করা, জনদূর্ভোগ সৃষ্টি ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করা হয়। মামলা পল্টন থানায় দায়ের করা হয়েছিল।

 

মামলায় মির্জা আব্বাস, তাঁর স্ত্রী আফরোজা আব্বাসসহ আরও অনেককে আসামি করা হয়েছিল। সম্প্রতি পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন অনুযায়ী আদালত ১৬৭ জনকে মামলায় অব্যাহতি দেওয়ার আবেদন গ্রহণ করে এবং অবশেষে আদেশ দেন।

 

মামলা থেকে অব্যাহতি পাওয়া অন্যান্য নেতাদের মধ্যে আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কফিল উদ্দিন, দলের নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।

৭ বছর আগে দায়ের করা এই মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে বিএনপির সিনিয়র নেতারা অব্যাহতি পেলেন, যা রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আদালতের এই সিদ্ধান্ত অনুসারে নির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি বন্ধ হলো।