Image description

চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে অভিযান চালিয়েছে নৌ পুলিশ। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের দায়ে ৪৫ জেলেকে আটক করা হয়েছে। একই সময় জব্দ করা হয়েছে দেড় কোটি মিটার জাল, ১৫টি মাছ ধরার নৌকা এবং ১ শ কেজি ইলিশ।

নৌ পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানান, সোমবার (১৩ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা ও মেঘনার বেশকিছু এলাকায় এই অভিযান চালিয়ে এসব জেলে ও তাদের কাছ থেকে জাল, নৌকা ও ইলিশ জব্দ করা হয়।

পরে আটক জেলেদের জেলহাজতে পাঠানো হয় এবং জব্দ করা জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া ইলিশ মাছ এতিমখানায় বিতরণ এবং মাছ ধরার নৌকা হেফাজতে নেওয়া হয়। 

প্রজনন মৌসুম শুরু হওয়ায় গত ৪ থেকে ২৫ অক্টোবর এই ২২ দিন দেশের সব অভয়াশ্রম ও সাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। 

এ সময় ইলিশ ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদও নিষিদ্ধ থাকবে।