Image description

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন স্বর্ণা আক্তার। দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে মাত্র ৩৪ বলে ৫০ রান তুলে নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই তার প্রথম ফিফটি। তিন ছক্কা, তিন চারে ম্যাচ শেষে ৩৫ বলে ৫১ রানে অপরাজিত থাকেন টাইগ্রেস এই ব্যাটার।

সোমবার ভারতের বিশাখাপত্তমে নারী ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই রেকর্ড গড়েন ডান-হাতি ব্যাটার স্বর্ণা। 

ওয়ানডে ম্যাচে স্বর্ণার এই তিন ছক্কাও দলের জন্য নতুন একটি রেকর্ড। এর আগে, মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ দু’টি ছক্কা মেরেছিলেন নিগার সুলতানা।

৪১তম ওভারে দলীয় ১৫০ রানে তৃতীয় উইকেট পতনের পর ক্রিজে আসেন ১৮  বছর বয়সী স্বর্ণা। ক্রিজে এসেই দ্রুত রান তুলতে থাকেন তিনি। মাত্র ৩৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের ২২তম ম্যাচে প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন স্বর্ণা।

স্বর্ণা ছাড়াও আজকের ম্যাচে ফিফটি পেয়েছেন বাংলাদেশের আরেক ব্যাটার শারমিন আক্তারও। ওয়ানডে ক্যারিয়ারের এটি তার নবম ফিফটি।

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রান করেছে বাংলাদেশ। যা নারী বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। দলের হয়ে অপরাজিত ফিফটি করেছেন স্বর্ণা।