Image description
 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ এবং দেশের সাক বিষয়ে সিদ্ধান্ত নিতে সারাদেশের নেতাদের সঙ্গে ঢাকায় জরুরি মিটিংয়ে বসেছে জাতীয় পার্টি। জরুরি এই মিটিং থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ নানা সিদ্ধান্ত।র্বি

শনিবার বিকেলে ঢাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জরুরি সভা আহ্বান করেছেন। সভায় সারাদেশের জেলা ও মহানগর জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদককে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

 

জানা গেছে, সভা শেষে বড় ধরনের শোডাউন করবে জাতীয় পার্টি। মিছিলে জি এম কাদের নিজেই নেতৃত্ব দেবেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন জাপার কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর জাপার সভাপতি ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

 

তিনি জানান, শনিবার ঢাকায় দলের চেয়ারম্যান জি এম কাদের জরুরি সভা আহ্বান করেছেন। সেখানে আগামী নির্বাচনে অংশ নেওয়া সহ বিভিন্ন বিষয় আলোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখতে নানান চক্রান্ত চলছে। আমরা ১৯৯৬ সালে বিএনপির এক তরফা নির্বাচন ছাড়া সব নির্বাচনেই অংশ নিয়েছি। জাতীয় পার্টি নির্বাচনমুখি দল, আমরা সব সময় নির্বাচন করার জন্য প্রস্তুত আছি। জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দেবে। ইতিমধ্যে রংপুর বিভাগের ৩৩টি আসনেই দলের প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করে দলের চেয়ারম্যানকে জানানো হয়েছে।

 

মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, জাতীয় পার্টি নির্বাচন করলে অভাবনীয় ফলাফল পাবে এই আশঙ্কায় অনেক চক্রান্ত চলছে। শনিবার ঢাকায় জরুরি ও গুরুত্বপূর্ণ সভা শেষে একটি মিছিল হবে।