Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই অভুত্থানে বড় বড় রাজনৈতিক দলের নেতাদের ছেলে মেয়েরা কয়জন জীবন দিয়েছে? কত জন বড় বড় পলিটিশিয়ানের ছেলে মেয়ে মরেছে হিসেব করে দেখেন? জীবন দিয়েছে আপনার আমার মত সাধারণ মানুষেরা, শ্রমিকেরা, তাদের সন্তানেরা। আর মাঝখানে ফায়দা লুটে কতিপয় রাজনীতিবিদরা। 

 

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা শহরের তেঁতুলতলায় চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতিসহ নানা অপরাধের বিরুদ্ধে পরিচালিত পঞ্চগড় জেলা জুড়ে লংমার্চের পথ সভায় তিনি এ কথা বলেন। 

সারজিস আলম বলেন, আপনারা যদি কিছু চিত্র দেখেন ওই কেন্দ্র থেকে জেলা উপজেলায় একই চিত্র ছড়িয়ে পড়েছে। প্রত্যেক জেলা উপজেলায় ৫ থেকে ১০ জন চাঁদাবাজ, চোরাকারবারি, মাদক ব্যবসায়ী ও কালপ্রিট আছে যারা নিজ উপজেলার রক্ত চুষে খাচ্ছে। 

তিনি বলেন, এনসিপি দায়িত্বে এলে অন্য কোনো রাজনৈতিক দলের নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি করা হবে না। তবে দুর্নীতিবাজরা নিজ দলের হলেও তাদের মুখোশ উন্মোচন করা হবে। দলে তাদের ঠাঁই হবে না।