
গাজীপুরের শ্রীপুরে গহীন জঙ্গল থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্র হুজাইফার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের চাউবন এলাকার গহীন জঙ্গল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত হুজাইফা স্থানীয় চাউবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
পরিবারের লোকজন জানায়, সকাল থেকেই হঠাৎ নিখোঁজ ছিল হুজাইফা। সারাদিন খোঁজাখুঁজির পর সন্ধ্যায় গহীন জঙ্গলে তার লাশের সন্ধান মেলে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে। এ ঘটনায় তদন্ত চলছে।
শীর্ষনিউজ