
কুমিল্লাকে নিয়ে কটূক্তি করায় নোয়াখালীগামী বাস আটকে প্রতিবাদ করেছে স্থানীয় যুবসমাজ। বিভাগের দাবিতে ঢাকায় সমাবেশ শেষে নোয়াখালী যাওয়ার পথে কুমিল্লার যুবকদের কটূক্তি ও হেনস্তা করায় এ প্রতিবাদ করা হয়।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। পরে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি মীমাংসা করে।
সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভাগের দাবি জানিয়ে আসছে কুমিল্লার লোকজন। পাশাপাশি নোয়াখালীর লোকজনও নোয়াখালী নামে বিভাগ করার দাবি জানাচ্ছে। শনিবার রাজধানী ঢাকায় নোয়াখালীর লোকজন বিভাগের দাবিতে সমাবেশ শেষে নোয়াখালী যাওয়ার পথে স্বাধীন বাংলা প্লাস নামে একটি বাস থেকে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় কুমিল্লা শহরের বাগিচাগাঁও এলাকার কয়েকজন যুবককে কটূক্তি করে।
তাৎক্ষণিক যাত্রীবাহী ওই বাসটি থামিয়ে কুমিল্লাকে নিয়ে কটূক্তির বিষয়ে জানতে চাইলে কুমিল্লার যুবকদের ওপর চড়াও হয়ে তাদের হেনস্তা করে নোয়াখালীর লোকজন। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে দোষীদের বিচারের দাবি জানান ভুক্তভোগীরা। এ ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করে যান চলাচল স্বাভাবিক করে।
প্রতিবাদে অংশ নেওয়া একাধিক যুবক জানান, নোয়াখালীগামী বাস থেকে কুমিল্লাকে নিয়ে কটূক্তি করা লোকজন আমাদের নিকট সরি বলেছে। আমরা তাদের ক্ষমা করে দিয়েছি। ক্ষমা করার মধ্য দিয়ে কুমিল্লার মানুষ কতোটা ভদ্রলোক তার পরিচয় দিয়েছি। যোগ্যতার ভিত্তিতে কুমিল্লা বিভাগের দাবিদার। আমরা চাই কুমিল্লা নামেই বিভাগ হোক।
এ বিষয়ে লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি আদেল আকবর জানান, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ২০ মিনিটের মতো আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। অল্প সময়ের মধ্যে উভয় পক্ষের ভুল বোঝাবুঝির সমাধান হয়েছে।